‘যুথিকা সাহিত্য পত্রিকা’র বিশ্ববঙ্গ কবিতা উৎসব - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, March 26, 2021

‘যুথিকা সাহিত্য পত্রিকা’র বিশ্ববঙ্গ কবিতা উৎসব

 




যুথিকা সাহিত্য পত্রিকার বিশ্ববঙ্গ কবিতা উৎসব

 

 

জেএসপি ডেক্স : যুথিকা সাহিত্য পত্রিকা আয়োজিত 'বিশ্ববঙ্গ কবিতা উৎসব' অনুষ্ঠিত হল ৩১ জানুয়ারি কলকাতায় কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। উদ্যোগতা সাহিত্যবন্ধু সোমনাথ নাগ। বাংলার ৭০ জন কবি সাহিত্যিকদের উপস্থিতে অনুষ্ঠান উজ্জিবিত হয়ে ওঠে। কবিতা পাঠে অংশ নেয়। ৬০ জন কবিকে 'বিশ্ববঙ্গ কাব্য উৎকর্ষ সম্মাননা ২০২০' প্রদান করা হয়। কোভিড-১৯ এর জন্য ২১ ফেব্রুয়ারি ২০২০-তে কবিতা উৎসব ২০২০ অনুষ্ঠিত হতে পারেনি। তাই এবার একত্রেই করা হয়েছে বলে জানান যুথিকা সাহিত্য পত্রিকা-র সম্পাদক তথা কর্ণধার সোমনাথ নাগ। এছাড়াও বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অন্তর্গত পত্রিকার মধ্যে এই প্রথম বর্ষসেরা পত্রিকা হিসেবে নির্বাচিত করা হয় ৫টি পত্রিকাকে। এইদিন বেশ কিছু পত্রিকা যৌথ কাব্য সংকলন ও একক গ্রন্থ‌ও প্রকাশ পায়।  একক গ্রন্থের মধ্যে প্রকাশ পেল স্বপন রায়, ডঃ পিনাকী বসু, কৌশিক গাঙ্গুলী প্রমুখদের কাব্যগ্রন্থ। এছাড়া সোমনাথ নাগ সম্পাদিত যৌথ কবিতা গ্রন্থ 'অরন্য রেণু', নারায়ণী দত্ত সম্পাদিত 'অনুকাব্য মালা' প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হল। 

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গল্পকার উপল দত্ত, কবি দেবপ্রসাদ বসু, কবি সঞ্জয়কুমার মুখোপাধ্যায় প্রমুখ। উদ্যোক্তা সোমনাথ বাবু বললেন, করোনার কারণে যাতায়াতের অসুবিধায় এবছর আমেরিকা  ও বাংলাদেশ থেকে অনেকে অংশগ্রহণ করতে পারেননি।

 


No comments:

Post a Comment